Search
Close this search box.
Search
Close this search box.

বিক্ষোভ উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় আরো ৪ ‘থাড’ মোতায়েন সম্পন্ন

south-korea-protestsদক্ষিণ কোরিয়ায় বিতর্কিত আরো ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করা হয়েছে। রাজধানী সিউল থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণে সেওংজুতে এগুলো মোতায়েন করা হয়।

এ ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির দাঙ্গা পুলিশের হাতাহাতির মধ্য দিয়ে থাড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারীগুলোকে এ কেন্দ্রে পাঠানো হয়। হাতাহাতিতে ৩৮ বিক্ষোভকারী আহত হয়েছে এবং এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে এ এলাকায় আট হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। অবশ্য গত মে মাস থেকেই এ কেন্দ্রে চালু রয়েছে দু’টি ‘থাড’ ব্যবস্থা।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ৪ থাড মোতায়েন সাময়িক ভাবে সম্পন্ন হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন পড়েছে বলে দাবি করেন তিনি।