Search
Close this search box.
Search
Close this search box.

মার্কিন যুদ্ধজাহাজে এফ-৩৫বি যুদ্ধবিমান বহর পাঠানো হলো জাপানে

uss-wampমার্কিন নৌবাহিনীর হামলায় ব্যবহৃত উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়াস্প আমেরিকা থেকে জাপানের পথে রওনা হয়েছে। মার্কিন সপ্তম নৌবহরে যোগ দেয়ার জন্য আমেরিকার ভার্জিনিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে জাপানি বন্দর সাসেবোতে ভিড়বে এটি। এক স্কোয়াড্রন মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫বি বহন করছে এটি।

মার্কিন নিমিৎজ শ্রেণির রণতরির মতো এফ-৩৫বি নামার প্রশস্ত স্থান নেই ইউএসএস ওয়াস্পে। তা সত্ত্বেও এতে করে সপ্তম নৌবহরের জন্য আরো এক স্কোয়াড্রন এফ-৩৫বি যু্দ্ধবিমান পাঠানো হলো।

chardike-ad

গত মার্চে জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে এফ-৩৫বি বিমানের প্রথম স্কোয়াড্রন মোতায়েন করা হয়। অত্যাধুনিক এ যুদ্ধবিমান হেলিকপ্টারের মতো খাড়াখাড়ি উড়তে সক্ষম।

উত্তর কোরিয়ার কাছাকাছি এবারে দুই স্কোয়াড্রন এফ-৩৫বি বিমান মোতায়েনের ব্যবস্থা নেয়া হলো। পিয়ংইয়ংয়ের অব্যাহত পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে তখন এমন উসকানিমূলক তৎপরতা নিচ্ছে আমেরিকা।