Search
Close this search box.
Search
Close this search box.

নিকি হেলিকে পতিতা আখ্যা দিল উত্তর কোরিয়া

nikiজাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি। সম্প্রতি তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ সোচ্চার। উত্তর কোরিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন।

তবে মার্কিন রাষ্ট্রদূতের এ ‘সিরিয়াস’ বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছে না উত্তর কোরিয়া। সম্প্রতি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে ‘পতিতা’ বলেই আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে তিনি বাতাসে তার ‘স্কার্ট দোলাচ্ছেন’!

chardike-ad

এ বিবৃতি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রীত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এসেন্সিতে।

উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানোর জন্য মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সম্প্রতি জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি বলেছেন, বাড়তি নিষেধাজ্ঞা দিয়েই কূটনৈতিক পথে উত্তর কোরিয়াকে ফেরানো সম্ভব। উত্তর কোরিয়ার ওপর পুরোমাত্রার জ্বালানি নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হচ্ছে।

হেলির এ বক্তব্যের জবাবেই তাকে পতিতা বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।

সূত্র : ইন্ডিপেনডেন্ট