Search
Close this search box.
Search
Close this search box.

পিয়ংইয়ংয়ের পরমাণু পরীক্ষার জেরে তেজস্ক্রিয় গ্যাস পাওয়া গেল দক্ষিণ কোরিয়ায়

ballistic-rocketপিয়ংইয়ংয়ের পরমাণু পরীক্ষার জেরে তেজস্ক্রিয় গ্যাস জেনন-১৩৩এর উপস্থিতি ধরা পড়েছে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার পরমাণু নিরাপত্তা কমিশন এ তথ্য দিয়েছ। অবশ্য দেশটির সর্বশেষে হাইড্রোজেন বোমা পরীক্ষার জেরে এ গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি এ সংস্থা।

কমিশনের ভ্রাম্যমাণ কেন্দ্র উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে নয় দফা এর উপস্থিতি শনাক্ত করতে পেরেছে। এ ছাড়া, দেশটির পূর্ব উপকূলেও চার দফা পাওয়া গেছে এর উপস্থিতি।

chardike-ad

কমিশন আজ (বুধবার) বলেছে, জেননের উপস্থিতির ভিত্তিতে পরমাণু বোমা কতোটা শক্তিশালী ছিল তা বের করা কঠিন তবে তেজস্ক্রিয় এ গ্যাস যে উত্তর কোরিয়া থেকে এসেছে তা বলা যাচ্ছে।

চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা ঘোষণা করেছিল। এ বোমাকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে স্থাপন করা যাবে বলেও উল্লেখ করা হয়েছিল।