শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার

এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া


russia-sub-marineসিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অব্স্থানে এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত সাবমেরিন থেকে রুশ বাহিনী এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গতকাল (বৃহস্পতিবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

ভেলেকি নভগোরোদ ও কলপিনো নামের দুটি সাবমেরিন থেকে দায়েশ অবস্থান মোট সাতটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দায়েশের এসব অবস্থান ৫০০ থেকে ৬৭০ কিলোমিটার দূরত্বের মধ্যে ছিল এবং প্রতিটি ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

দায়েশের যেসব অবস্থানে রাশিয়া আজ হামলা চালিয়েছে সেগুলো হচ্ছে- কন্ট্রোল সেন্টার, যোগাযোগ কেন্দ্র এবং অস্ত্র ও গোলাবারুদের গুদাম।

চলতি মাসের প্রথম দিকে সিরিয়ার সেনারা দেইর আয-যোর শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর তিন বছরের অবরোধ ভেদ করতে সক্ষম হয়। দেইর আয-যোর হচ্ছে ইরাক সীমান্তবর্তী তেলসমৃদ্ধ প্রদেশে।#