Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা বন্ধ না হলে সামরিক ব্যবস্থা নেয়া হবে: আমেরিকা

niki-makmasterমার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন নিষেধাজ্ঞা যদি উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাববে ওয়াশিংটন। দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার সাংবাদিকের এ কথা বলেছেন। তারা বলেন, জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হতে সময় লাগবে। এ সময় শেষ হওয়ার পর আমেরিকা সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভাবনা-চিন্তা করবে।

chardike-ad

হ্যালি বলেন, উত্তর কোরিয়ার বিষয়টি শিগগিরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিসের বিষয়ে পরিণত হবে।