নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে তেল সরবরাহের পাইপ লাইন ফুটো হয়ে গেছে। এর ফলে ওই বন্দরে তেল সরবরাহ কমেছে ৩০ শতাংশ। এই অবস্থায় ফ্লাইট বাতিল হয়ে বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।
সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ কোথায় ফুটো হয়ে তেল লিক করছে তা খুঁজে পেয়ে মেরামতে ৭ দিনের মতো সময় লেগে যেত পারে।
তবে পাইপলাইন অপারেটর রিফাইনিং এনজেডের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, লাইনটি মেরামত করতে কমপক্ষে এক সপ্তাহ, এমন কি দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে।
এয়ার নিউজিল্যান্ড জানায়, কেবলমাত্র সোমবার বিভিন্ন ফ্লাইট বাতিল করার কারণে দুই হাজার যাত্রী ভোগান্তিতে পড়ে। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে জ্বালানির ব্যবহার হ্রাস করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী পলা বানেট বলেন, এটি সরকারের কোনো ভুল না। এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথম এমনটা ঘটেছে। আমরা আশা করি না এমনটি পুনরায় ঘটবে।