usa-biman

মার্কিন বিমান বাহিনী আজ (সোমবার) দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সঙ্গে যৌথ বোমা হামলার মহড়া চালিয়েছে। কোরিয় উপদ্বীপে চালানো যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন কৌশলগত দুই বোমারু বিমান বি-১বি এবং অত্যাধুনিক স্টিলথ জঙ্গিবিমান এফ-৩৫বি ।

chardike-ad

মহড়ায় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর চারটি এফ-১৫কে জঙ্গিবিমানও অংশ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একটি সরকারি সূত্র এ সব জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইয়োনহ্যাপকে। এ ছাড়া, সকালের দিকে কোরিয় উপদ্বীপে মার্কিন বিমান বহর টহলও দিয়েছে।

চলতি মাসের ৩ তারিখে উত্তর কোরিয়া ষষ্ট পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর পর এই প্রথম কোরিয় উপদ্বীপে পাঠানো হলো মার্কিন কৌশলগত সামরিক সম্পদ। বোমা হামলার যৌথ মহড়া শেষে মার্কিন বিমান বহর অজ্ঞাতনামা ঘাঁটিতে ফিরে গেছে বলে জানানো হয়েছে।