Search
Close this search box.
Search
Close this search box.

কিমের ক্ষেপণাস্ত্রের জবাবে দক্ষিণ কোরিয়ার ‘বেলুন যুদ্ধ’

balloon-warউত্তর কোরিয়ার মিসাইলের বিরুদ্ধে এবার ‘বেলুন যুদ্ধে’ নামল দক্ষিণ কোরিয়া৷ উত্তর কোরিয়ার ভারী ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিতে অভিনব বেলুন যুদ্ধে বাজিমাত করতে চাইছে দক্ষিণ কোরিয়া৷

অভিনব এই বেলুনে থাকছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কার্টুন৷ ভেতরে থাকছে গণতন্ত্রের আবেদন জানিয়ে লিফলেট৷ থাকছে দক্ষিণ কোরিয়ার সিনেমা ও ডকুমেন্টারি৷

chardike-ad

মূলত, দক্ষিণের পক্ষ থেকে অভিনব বেলুন পাঠিয়ে উত্তর কোরিয়াকে গণতন্ত্রের ভালো দিকগুলি তুলে ধরার আবেদন জানানো হচ্ছে৷ দক্ষিণ কোরিয়া ও চীনের জীবনযাত্রাকে এখানে হাতিয়ার করা হয়েছে৷ যুদ্ধের বদলে শান্তি বার্তা পাঠিয়ে বেলুনের মধ্যে ‘মিষ্টি’ও পাঠানো হয়েছে৷

উত্তর কোরিয়ায় বেলুন পাঠিয়ে উদ্যোক্তাদের দাবি, কিম জং উনের যে ভাবমূর্তি মানুষের মনে গেঁথে গিয়েছে, তার বাইরে বেরিয়ে নতুন কিছু করা যায় কী না তা ভেবে দেখতে বলা হয়েছে৷ মূলত, প্রতি বছর লক্ষ লক্ষ বেলুন ও হাজারো ফ্ল্যাশ ড্রাইভ উত্তর কোরিয়ায় পাঠানো হয়৷ তাঁদের ধারণা, এই বেলুনগুলি থেকে সেখানকার জনগণ যেসব তথ্য পাবেন, তাতে তাঁদের চিন্তাধারায় পরিবর্তন আসবে৷

বেলুন ওড়ানোর ঘটনা হালকা বিষয় বলে মনে হতে পারে৷ কিন্তু, এমন ঘটনায় উত্তর কোরিয়া মোটেও খেলনা হিসেবে দেখছে না৷ উত্তর কোরিয়ার সরকার এ ধরনের কাজের জন্য কঠোর শাস্তির দেওয়ার কথা ঘোষণা করেছে৷

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপর এসবের কোনও প্রভাবই পড়ে না৷ উত্তর কোরিয়ায় গ্রামবাসীরা এই বেলুনগুলি সংগ্রহ করে স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দেন৷ ফলে, যাঁদের জন্য এই বার্তা, তারাই উপেক্ষিত হয়ে থাকেন৷