Search
Close this search box.
Search
Close this search box.

কৌশলগত দিক দিয়ে পরমাণু সমঝোতা মানছে ইরান: টিলারসন

rex-tillersonমার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন স্বীকার করেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরান কৌশলগতভাবে সহযোগিতা করছে।

গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে একটি বৈঠক হয়। তাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও যোগ দেন। ওই বৈঠকের পর টিলারসন সাংবাদিকেদের কাছে স্বীকার করেন যে, পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরান সহযোগিতা করছে। ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পরর‍াষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করছে।

chardike-ad

টিলারসন বলেন, ইরান কৌশলগত দিক দিয়ে সহযোগিতা করছে তা নিয়ে আমেরিকা আপত্তি করছে না এবং মোগেরিনি সেই কথা উল্লেখ করেছেন বলে দাবি করেন টিলারসন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ করছে তা হচ্ছে ‘রাজনৈতিক’। তবে তিনি এই রাজনৈতিক শব্দটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেন নি।

বৈঠক সম্পর্কে তিনি বলেন, এটা ছিল ভালো আলোচনা এবং সেখানে কেউ রাগারাগি করেন নি। সেখানে সবাই কে কীভাবে এই সমঝোতাকে দেখছেন তা নিয়ে খোলামেলা মত তুলে ধরেছেন।