Search
Close this search box.
Search
Close this search box.

‘সামরিক পদক্ষেপ উত্তর কোরিয়ার জন্য বিপর্যয়কর হবে’

trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক পদক্ষেপ উত্তর কোরিয়ার জন্য বিপর্যয়কর হবে। তবে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রথমেই সামরিক ব্যবস্থা নিতে চায় না। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমরা দ্বিতীয় ব্যবস্থার জন্য পুরোপুরি প্রস্তুত, তবে এটি আমাদের পছন্দীয় ব্যবস্থা নয়।’

chardike-ad

সামরিক ক্ষমতা প্রয়োগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমরা যদি সেই সুযোগটি নেই তাহলে তা হবে বিপর্যয়কর। আমি আপনাদের বলতে পারি এটি উত্তর কোরিয়ার জন্য বিপর্যয়কর হবে। এটাকেই সামরিক সুযোগের ব্যবহার বলা হয়। আমাদের যদি এ ব্যবস্থা নিতে হবে, তাহলে আমরা তা নেব।’

সম্প্রতি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো বাগযুদ্ধ চলছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলার মুখে পড়ে তাহলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা হবে।

ট্রাম্পের এই ভাষণের একদিন পর বৃহস্পতিবার উত্তর কোরিয়র প্রেসিডেন্ট কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেন, এ হুমকির জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ‘অনিবার্যভাবেই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ড তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থলে পরিণত হয়ে গেছে।’ এর জবাবে ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন,‘আর বেশি দিন টিকতে হবে না উত্তর কোরিয়াকে।’