Search
Close this search box.
Search
Close this search box.

বোয়িংয়ের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা বাদ দিল দক্ষিণ কোরিয়া

২৫ সেপ্টেম্বর ২০১৩:

বোয়িংয়ের এফ-১৫ সাইলেন্ট ঈগল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা বাতিল করল দক্ষিণ কোরিয়া। দেশটির ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন (ডাপা) এ টেন্ডারের বিপক্ষে ভোট দিয়েছে বলে গতকাল মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। খবর রয়টার্সের।

chardike-ad

imagesনিজেদের সামরিক শক্তিকে আরো সমৃদ্ধ করতে সাম্প্রতিক দিনগুলোয় দক্ষিণ কোরিয়া বিশাল আকারের সামরিক ব্যয় করছে। এর মধ্যে রয়েছে বেশকিছু যুদ্ধবিমান কেনার পরিকল্পনা। তবে এ পরিকল্পনায় বাদ সেধেছে দেশটির আর্থিক সামর্থ্য। সবকিছুর পরও তিনটি কোম্পানির কাছ থেকে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছিল ডাপা। এর মধ্যে বোয়িং একটি।

বোয়িংয়ের কাছ থেকে সব মিলিয়ে ৬০টি যুদ্ধবিমান কেনার কথা ছিল দক্ষিণ কোরিয়ার, যার দাম ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।
ডাপা জানায়, প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে জায়গা রয়েছে বিমানগুলোর ভেতরে। এ কারণে এই বিমানটিকে তাদের পরিকল্পনা থেকে বাদ দেয়া হলো। একই সঙ্গে নিজেদের প্রকল্পটি আবারো নতুন করে চালু করারও আভাস দিয়েছে তারা। সূত্রঃ বণিক বার্তা