sentbe-top

জমজমাট "ইয়সু এক্সপো ২০১২" শুরু ১২ মে

ডেস্ক রিপোর্টঃ গত বছর থেকে কোরিয়ার যেকোন স্থানে ঘুরতে গেলেই বিশেষ করে সাবওয়েতে চোখে পড়ে “ইয়সু এক্সপো ২০১২” এর নজরকাড়া বিজ্ঞাপন।কোরিয়ান সরকার বিভিন্ন ওয়েবসাইট এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারনা চালিয়েছে এই বছরের সর্ববৃহত এই আযোজন নিয়ে।আর মাত্র ২ সপ্তাহ পরেই ১২মে থেকে “ইয়সু এক্সপো” শুরু হতে যাচ্ছে যা ৩মাস ব্যাপী চলবে কোরিয়ার নতুন পোর্ট সিটি ইয়সুতে।বাংলাদেশসহ ১০০টির বেশি দেশ, ১০টি আন্তর্জাতিক ব্যাবসায়ী সংগঠন এবং ১৬টি সরকারী প্রতিষ্টান এতে অংশগ্রহন করছে। এই এক্সপোর মাধ্যমে কোরিয়ায় ৬৯ হাজার কোরিয়ানের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।এছাডা পণ্য এবং ট্যাক্স থেকে ১৭.৭ ট্রিলিয়ন উওন আয়ের সম্ভাবনা দেখেছে কর্তৃপক্ষ।
                 
ইয়সু এক্সপোর কয়েকটি ছবি
ইয়সু এক্সপো ২০১২ এর ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
sentbe-top