Search
Close this search box.
Search
Close this search box.

বাটির দাম ৩১১ কোটি টাকা!

bowlচীনে এক হাজার বছরের একটি সিরামিক বাটি ৩৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩১১ কোটি টাকা। সুং রাজবংশের এ দুর্লভ বাটিটি নিলামে তোলে সোথবাই নামে একটি প্রতিষ্ঠান।

বিবিসির খবরে জানানো হয়েছে, নীল ও সবুজ রং এর বাটিটি ১৩ সেন্টিমিটারের (৫ ইঞ্চি)। এটি একটি দুর্লভ সংগ্রহ।

chardike-ad

দাবি করা হচ্ছে, নিলামে বিক্রি হওয়া বাটিটি আগের সব রেকর্ড ভেঙ্গেছে। এর আগে ২০১৪ সালে মিং রাজবংশের একটি দুর্লভ বাটি ৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়। মি লি নামে এক ব্যক্তি সেটি ক্রয় করেন। সখের বশে দুর্লভ শিল্প সামগ্রী সংগ্রহ করে থাকেন এই ধনকুবের।

সোথবাইয়ের প্রধান নিকোলাস চৌ বলেন, এবারের বাটিটি এত বেশি দামে বিক্রি হবে তা কল্পনাও করতে পারিনি। তবে নিলামে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তা আগেই আন্দাজ ছিল। বাটিটির ক্রেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানিয়েছেন।

চীনকে “চীনা মাটির তৈজসপত্রের রাষ্ট্র” বলে অভিহিত করা হয়। ইংরেজীতে “চায়নার” অর্থও চীনা মাটি। চীনা মৃৎ শিল্প ৩ হাজার বছরের বেশি পুরানো। চীনে এ ধরনের দুর্লভ সিরামিক সামগ্রী প্রায়ই পাওয়া যায়।