sentbe-top

সোয়া ১ টাকায় পেট পুরে খাবার!

indiaমাত্র সোয়া ১ টাকায় (ভারতীয় ১ রুপি) পেট ভরে খাবার খাবেন! আপনার সোয়া ১ টাকার বিনিময়ে খাবার হিসেবে পাবেন রুটি, ডাল, সবজি, সালাদ, দই, মিষ্টি— এই সবকিছুই।

ভারতের কর্ণাটকের ‘মহাবীর ইয়ুথ ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির অধীনে একটি ক্যান্টিন চালানো হয়। বিশেষ এই ক্যান্টিনের নাম ‘রুটি ঘর’। কর্ণাটকের হুবলিতে এর অবস্থান। যেখানে স্থানীয় গরিব লোকেরা সোয়া ১ টাকায় পেট পুরে খেতে পারেন। গত ছয়-সাত বছর ধরে ক্যান্টিনটি চালু আছে।

মহাবীর ইয়ুথ ফাউন্ডেশনের বিশেষ এই ক্যান্টিন ছাড়াও তামিলনাড়ুর গরিব মানুষের জন্য এমন একটি ক্যান্টিন চালু করেন। ‘আম্মা ক্যান্টিন’ নামের এই খাবার দোকানে মাত্র ৫ রুপিতে মেলে ভরপেট খাবার।

sentbe-top