Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়ার তুলনামূলক চিত্র

North-South-Koreaদুই দেশের নামই কোরিয়া৷ কিন্তু পার্থক্য হলো একটি উত্তর ও একটি দক্ষিণ৷ শুধু নামেই মিল আসলে দুই দেশের মধ্যে কিন্তু বিশাল ফারাক৷ একদিকে উত্তর কোরিয়ার শাসক মানুষকে ভুল হলেই শাস্তি দেয়, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মানুষের বিস্তর স্বাধীনতা৷ এছাড়াও আরও অনেক পার্থক্য রয়েছে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সে সকল পার্থক্যগুলোকে-

১) দক্ষিণ কোরিয়া এখন ইকোনমিক পাওয়ার হাউজ৷ স্যামসাং, এলজি ও হুন্ডাইয়ের মতো কোম্পানিগুলির মাতৃভূমি দক্ষিণ কোরিয়া৷ অন্যদিকে উত্তর কোরিয়া একটি দরিদ্র ও অনিশ্চিত দেশ৷

chardike-ad

২) দক্ষিণ কোরিয়ায় অনায়াসে ইন্টারনেটে ঘোরাফেরা করা যায়৷ কিন্তু উত্তর কোরিয়ায় সেই স্বাধীনতা নেই৷ নর্থ কোরিয়ায় ঢোকার জন্যই অনুমতির দরকার হয়৷ শুধুমাত্র ক্ষমতাশালী মানুষরাই এদেশে প্রবেশের ছাড়পত্র পায়৷ তবে ইন্টারনেট পরিষেবা যে এখানে একেবারেই নেই তা নয়৷ সীমিত কতগুলি সাইট এখানে বৈধ৷ তার মধ্যে কোনও সোশাল সাইট নেই৷

৩) উত্তর কোরিয়ার মানুষের আয়ু গড়ে ৭২ বছর৷ সেদিক থেকে দক্ষিণ কোরিয়ার মানুষ গড়ে আরও ১২ বছর বেশি বাঁচে৷ অর্থাৎ ৮৪ বছর।

৪) দক্ষিণ কোরিয়ার থেকে উত্তর কোরিয়ার জনসংখ্যা কম৷ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা যেখানে ৫০.২৫ মিলিয়ন, সেখানে উত্তর কোরিয়ার জনসংখ্যা ২৫.২৬ মিলিয়ন৷ প্রায় অর্ধেক৷

৫) ২০১৭ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে দক্ষিণ কোরিয়া ৬৩ তম স্থানে ছিল৷ সেখানে উত্তর কোরিয়া পেয়েছিল ১৮০ তম স্থান৷ এটি ছিল সবার শেষ অবস্থান৷

৬) উত্তর কোরিয়া দেশের জিডিপির যতটা সেনার পিছনে খরচ করে, দক্ষিণ কোরিয়া তার তুলনায় অনেক কম জিডিপির সেনার পিছনে খরচ করে৷ উত্তর কোরিয়া ২২% জিডিপি সেনার পিছনে খরচ করে৷ দক্ষিণ কোরিয়ার খরচ এর তুলনায় অনেক কম৷

৭) দক্ষিণ কোরিয়ার মানুষ উত্তর কোরিয়ার মানুষের তুলনায় ৩ ইঞ্চি লম্বা হয়৷ শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়৷

৮) উত্তর কোরিয়ার ৪০% মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে৷ জিডিপির বেশিরভাগটাই এই দেশ সেনার পিছনে খরচ করে৷ কিন্তু দক্ষিণ কোরিয়া তা করে না৷ ফলে সেখানকার অর্থনীতির উন্নয়ন ক্রমবর্ধমান৷

৯) ভিন্ন ধরনের ছবি বানানোর জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া৷ বেশিরভাগ ছবিগুলোই বানান সিন স্যাং৷ উত্তর কোরিয়া এদিকে শুধুই প্রোপাগান্ডায় বিশ্বাসী৷

১০) উত্তর কোরিয়ার পর্যটন খুব একটা সহজ নয়৷ সরকার এখানে পর্যটকদের ইচ্ছামতো ছবি তুলতে দেয় না৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় এমন কোনও বাধা নেই৷ যেখানে সেখানে ঘোরা যায়৷ যথেচ্ছ ছবি তোলা যায়৷

১১) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে৷ এখানকার মানুষ তাদের প্রতিদিনের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়৷ কিন্তু দক্ষিণ কোরিয়ায় এই সমস্যা নেই৷