Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে বোমা হামলায় বাংলাদেশি যুবক নিহত

mosarrofসৌদি আরবের আল আরধা জিজানি এলাকায় ইয়েমেনের জঙ্গিগোষ্ঠীর অতর্কিত বোমা হামলায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইয়েমানের হুতি জঙ্গিগোষ্ঠীর বোমা হামলায় গুরুতর আহত মোশারফ হোছাইন (২৫) নামে ওই বাংলাদেশি যুবক শনিবার সকালে মারা যান।

তার পরিবারের সদস্যরা জানান, হুতি জঙ্গিদের অতর্কিত বোমা হামলায় গুরুতর আহত মোশারফকে সৌদি আরবের কিং ফয়সাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালে মারা যান। নিহত মোশারফ হোছাইন পেকুয়া সদর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মোক্তার হোসেন মুনের ছেলে। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

chardike-ad

এদিকে মোশারফের মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের মাতম চলছে। ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদি পাড়ি জমিয়েছিলেন তিনি।

সৌদি আরব থেকে নিহত যুবকের চাচা মো: রহিম এ প্রতিবেদককে টেলিফোনে জানিয়েছেন, গত ৬ অক্টোবর সকালে কাজ করার সময় ইয়েমের বিদ্রোহী হুতি জঙ্গিগোষ্ঠী অতর্কিত বোমা হামলা চালায়।

ওই হামলায় তার ভাতিজা গুরুতর আহত হয়েছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে আর বাঁচানো যায়নি।