tossটেস্টে সিরিজ ও ওয়ানডের প্রথম দুই ম্যাচেই টস জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফলের কোন পরিবর্তন হয়নি। দুই টেস্টের ন্যায় প্রথম দুই ওয়ানডেতেও হেরে যায় মাশরাফি বাহিনী। এবার ওয়ানডেতেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় টাইগার অধিনায়ক। আর ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে টাইগার বাহিনী।

তবে এই ম্যাচে টাইগার দলে দেখা যাবে না তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। তারা দুই জনই ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফেরার কথা রয়েছে।ওয়ানডে সিরিজ শেষ হলে প্রোটিয়াদের বিপক্ষে দুইটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর এবং ২৯ অক্টোবর।

chardike-ad

বাংলাদেশ দল: সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।