Search
Close this search box.
Search
Close this search box.

মেসেঞ্জারে পেপ্যাল ব্যবহারের সুবিধা চালু করল ফেসবুক

facebook-paypalমেসেঞ্জার থেকেই পেপ্যালের মাধ্যমে অর্থ আদান-প্রদানের সুবিধা চালু করেছে ফেসবুক। সবশেষ গত এপ্রিলে বিভিন্ন বিল পরিশোধের জন্য মেসেঞ্জারে ‘পিয়ার টু পিয়ার’ পেমেন্ট সুবিধা যুক্ত করা হয়। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সেবা চালু হয়েছে। যেখানে ২.৫ মিলিয়ন ব্যবহারকারী ফেসবুকে পেপ্যাল অ্যাকাউন্ট যুক্ত করেছেন।

messanger-paypalব্যবহারকারীদের সুবিধার জন্য এরই মধ্যে মেসেঞ্জারে বট চালু করেছে পেপ্যাল। ফলে মেসেঞ্জারেই বটের মাধ্যমে পেপ্যাল অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

chardike-ad