Search
Close this search box.
Search
Close this search box.

হান নদীর তীরে “সিউল ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস ফেস্টিভাল” আগামীকাল

অনলাইন প্রতিবেদক, ৪ অক্টোবর ২০১৩, সিউল:

আগামীকাল সিউলের হান নদীর তীরে “সিউল ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস ফেস্টিভাল” অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মত এবারও লাখ লাখ দর্শক সমাবেত হবে ফায়ারওয়ার্কস দেখার জন্য। সিউলের হান নদীর তীরে “৬৩ বিল্ডিং” এর সামনে প্রতিবছরের অক্টোবরের প্রথম সপ্তাহে এই ফায়ারওয়ার্কস আয়োজন করা হয়ে থাকে।

chardike-ad

20110922151312শনিবার (আগামীকাল) দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করবে হানহোয়া গ্রুপ। মূল ফায়ারওয়ার্কস পর্ব অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত। এবারের ফায়ারওয়ার্কসে অংশ নিচ্ছে কানাডা, জাপান, ফ্রান্স এবং কোরিয়া।

টেলিফোনঃ ৮২-২-১৩৩০ (কোরিয়ান, ইংরেজি, জাপানিজ এবং চায়নিজ)
সব ধরণের তথ্যের জন্যঃ ৮২-২-৭৮৯-৫৫৫৩~৪

যেভাবে যাবেনঃ
সাবওয়েঃ ইওইনারো স্টেশন (Yeouinaru Station), লাইন নাম্বার ৫, এক্সিট ৪।
ইওইদো স্টেশন (Yeouido Station), লাইন নাম্বার ৫ এবং ৯, এক্সিট ৫।

বাসঃ নীল বাসঃ ১৬২, ২৬১, ১৬২, ৩৬০, ৪৬১, ৫০৩, ৭৫৩
সবুজ বাসঃ ৫০১২, ৫৫৩৪, ৫৬২৩, ৫৬৩৩, ৫৭১৩, ৬৫১৩, ৬৬২৩, ৬৬৩০, ৭৬১১