এবার রেল লাইন ছাড়াই চলবে ট্রেন এমন প্রচুক্তি আবিষ্কার করেছে গণ চীন। দেশটির জোঝৌ প্রদেশে রেল লাইন ছাড়াই বিশ্বের প্রথম এ ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানোও হয়েছে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়।
২০১৩ সালে প্রথমবারের মতো রেল লাইন ছাড়াই ট্রেনের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে চীন। সেটি বাস্তবে রূপ নেয় ২০১৭ এর জুনে। ওই মাসের ২ তারিখে প্রথমবারের মতো ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়।
আগামী কয়েকদিনের মধ্যেই ট্রেনটি রাস্তায় ছুটবে বলে জানা গিয়েছে। তবে অন্যান্য গাড়ির মতো কিন্তু আপনাকে জ্যামে পড়তে হতে পারে। তবে এটা সত্যি যে বাসের চেয়ে তুলনামূলকভাবে আরামদায়ক হবে এই ট্রেনে যাতায়াত।
পরিবেশবান্ধব ট্রেনটিতে সর্বোচ্চ ৩০০ জন যাত্রী উঠতে পারবে। ট্রেনটি চলবে রাবারের চাকার সাহায্যে। চাকার মাঝখানের অংশটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের মাধ্যমে। রাস্তায় যানজট কমাতে এ পদক্ষেপ নিয়েছে চীন।
এ ট্রেনটি কোনো মেরামত ছাড়াই একনাগাড়ে ২৫ বছর ধরে চলতে পারবে। তবে ওই ট্রেনসহ যাত্রাপথ তৈরি করতে ইতোমধ্যেই ১৪৬ থেকে ১৯৬ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলে খবর।
সূত্র: ডেইলি মেইল