দক্ষিণ কোরিয়ার শরৎকালের অসাধারণ ৫টি ছবি

দক্ষিণ কোরিয়ার চার ঋতুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শরৎকাল। দক্ষিণ কোরিয়ার অনেক কবি এই সময়কালকে প্রেমের ঋতু বলেই আখ্যায়িত করেছেন। অসাধারণ রংয়ে রঙ্গিন হয় পুরো কোরিয়া। চারিদিকে হালকা শীতের হাওয়া মানুষের মনে প্রকৃতির প্রতি প্রেম এনে দেয়। কোরিয়ানরা এই ঋতুতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এই ঋতুর ৫টি অন্যতম সুন্দর ছবি বাংলা টেলিগ্রাফের পাঠকদের জন্য দেওয়া হলো।

শরৎকালে জিরি পর্বত
জল্লা প্রদেশের নেজাংসান পর্বত
শরৎকালে নামি আইল্যান্ড
দক্ষিণ কোরিয়ার খিয়ংসাং প্রদেশের জিরি পর্বতমালার চুড়া
শরৎকালে একটি সাধারণ রাস্তা