ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়: পিয়ংইয়ং

trump-kimআমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়ার কয়েকটি দেশ সফর শুরু করেছেন তখন এ ঘোষণা দিল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং নিজের পরমাণু অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে এবং আমেকিরার সঙ্গে কোনো আলোচনায় বসবে না।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যদি ভেবে থাকে উত্তর কোরিয়া মার্কিন নিষেধাজ্ঞার সামনে আত্মসমর্পন করে নিজের পরমাণু অস্ত্র আমেরিকার হাতে তুলে দেবে তাহলে তা আমেরিকার জন্য দুঃস্বপ্নই থেকে যাবে।

এতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে হলে আমরিকাকে পিয়ংইয়ং বিরোধী সব ধরনের বিদ্বেষী তৎপরতা এবং কোরীয় উপদ্বীপে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে শুরু হওয়া এশিয়া সফরের প্রথমেই জাপান গেছেন। সেখান থেকে দক্ষিণ কোরিয়া হয়ে তিনি আরো যে দেশগুলি সফর করবেন সেগুলোর মধ্যে রয়েছে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন।