Search
Close this search box.
Search
Close this search box.

রাব্বির লজ্জার রেকর্ড

bpl-rabbiরাজশাহী কিংসকে ৩৩ রানে হারিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে সিলেট সিক্সার্স। তবে এ ম্যাচে দলটির হয়ে প্রথম মাঠে নেমে লজ্জার এক রেকর্ড স্পর্শ করেছেন কামরুল ইসলাম রাব্বি। বিপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখন টাইগার এই বোলারের।

এর আগে ২০১৫ বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা। এটিই ছিল এতদিন বিপিএলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এবার রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে রাব্বিও দিলেন ৫৪ রান।

chardike-ad

রাজশাহীর বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে রাব্বি দেন ১২ রান। পরে নিজের দ্বিতীয় ওভারে দেন ১৫ রান। তৃতীয় ওভারে দেন ১৮ রান। শেষ ওভারে ৯ রান। এতেই ৫৪ রান দিয়ে মুনাবিরার লজ্জার রেকর্ডে ভাগ বসান রাব্বি।

খরুচ বোলারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। গত বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষেই ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন এই পেসার।