Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার সাংবাদিকদের

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কমিউনিটি নেতারা ও সাংবাদিকরা।

গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর সেন্তুল কারিকাপালা হলরুমে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার পরিচিত সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

chardike-ad

প্রেসক্লাবের সভাপতি মনির বিন আমজাদের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য  এটিএম গোলাম রাব্বানী রাজার উপস্থাপনায় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। প্রবাসীরা অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন। প্রবাসীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখছেন, তেমনি প্রবাসে সৃজনশীলতা চর্চায়ও অনন্য অবস্থান তৈরি করছেন। প্রবাসবাসী হওয়া সত্ত্বেও তাদের সেই সৃজনশীল চর্চায় একটুও চিড় ধরেনি। বরং সৃজনশীলতা চর্চাকে খাপ খাইয়ে নেয়ার প্রচেষ্টা চালিয়েছেন।

বক্তারা বলেন, সামাজিক, অর্থনৈতিক,সাংস্কৃতিক ও প্রবাসীদের কল্যাণে তথ্যধর্মী প্রতিবেদন বেশি বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করার আহবান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

পরিচিতি সভায় কমিউনিটি নেতাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মকবুল হোসেন মুকুল, মোশাররাফ হোসেন, শওকত হোসেন পান্না, দাতু আবদুর রউফ লিটন, শহীদ উল্লাহ শহীদ, ড: আরিফ, মো: আহমদ আলী, মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, মো: আবু হানিফ, নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াহিদ সোহান, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা, তথ্য-গবেষণা সম্পাদক অরিফুল ইসলাম।

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার পরিচিতি সভায় দুই শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে প্রেসক্লাবের ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।