Search
Close this search box.
Search
Close this search box.

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বৈধতা পেল স্বেচ্ছামৃত্যু

Australia-deathঅস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো নাগরিকদের স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিয়েছে দেশটির ভিক্টোরিয়া রাজ্য। দুই রাতসহ দীর্ঘ ১০০ ঘণ্টার রুদ্ধশ্বাস বিতর্ক শেষে ঐতিহাসিক এই আইনের অনুমোদন দিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের আইনপ্রণেতারা।

নতুন এই আইনানুযায়ী, ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে ভিক্টোরিয়া রাজ্যের মুমূর্ষু রোগীরা ইচ্ছা করলে তাদের জীবন শেষ করতে বিষাক্ত ইনজেকশন গ্রহণের অধিকার পাবেন। তবে রোগীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং ন্যূনতম ছয় মাসেরও কম সময় বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে হবে।

chardike-ad

তবে এ আইন নিয়ে অস্ট্রেলিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নাগরিকরা। রক্ষণশীলরা এই আইনের সমালোচনা করেছেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন