Search
Close this search box.
Search
Close this search box.

হাত দিতেই খুলে এল বিমানের জানালা, অতঃপর…!

Biman window
প্রতীকী ছবি

যাত্রীদের পরিষেবা, নিরাপত্তা নিয়ে হামেশাই অভিযোগ ওঠে বিভিন্ন বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে কীভাবে ছিনিমিনি খেলা হয়, সম্প্রতি এক যাত্রীর তোলা ভিডিও সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভিডিওটি দেখলে বিমানে সফরকারী যাত্রীরা আঁতকে উঠতে পারেন।

ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। গত ২০ নভেম্বর যে যাত্রী ভিডিওটি তুলেছেন, তিনি জানালার পাশেই বসেছিলেন। জানলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিমানের সাইড উইং। হটাৎ করেই তিনি দেখেন, জানালায় লাগানো প্লাস্টিক ফ্রেম এবং কাচ আলগা হয়ে রয়েছে। হাত দিয়ে একটু টেনে দেখতেই প্লাস্টিক ফ্রেম-সহ জানলাটা অনেকটাই আলগা হয়ে যায়। ওই যাত্রী সঙ্গে সঙ্গে ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। ক্যাপশনে লেখেন, “আমার কি উদ্বিগ্ন হওয়া উচিত এই ঘটনায়, নাকি…?”

chardike-ad

সেই যাত্রী জানিয়েছেন, বিমান সংস্থাটির সস্তার টিকিটে তিনি সফর করছিলেন। সংস্থার নাম যদিও তিনি উল্লেখ করেননি।

তবে এমন ভিডিও প্রকাশ হবার পরেও অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত নয় বলে জানিয়েছেন ব্রিটেনের ফ্লাইট সেফটি কমিটির চিফ এগ্‌জিকিউটিভ দাই হুইটিংহ্যাম। বিমান সংস্থাটিও বিষয়টিকে নিরাপত্তাজনিত উদাসীনতা বলে মানতে নারাজ।