Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ান উওনের মান এক বছরে সর্বোচ্চ

গত এক বছরের মধ্যে কোরিয়ান উওনের মান সর্বোচ্চ বেড়েছে গত সপ্তাহে। দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোর মুদ্রা লেনদেনে বুধবার এক ডলারের বিপরীতে কোরিয়ান উওনের দাম ছিল ১০৭৯ উওন, যা গত এক বছরে উওনের জন্য সর্বোচ্চ মান। ব্যাংকগুলোতে সপ্তাহের শেষদিন গত শুক্রবার ডলারপ্রতি উওনের লেনদেন হয়েছে  ১০৮৭উওনে।

গত এক বছরের মধ্যে গত বছর ডিসেম্বরের ২৮ তারিখ ডলার প্রতি উওনের দাম ছিল ১২১২ উওন। এক বছরের মধ্যে যা ১১০০ উওনের নিচে নেমে এসেছে।

গত ১০ বছরের মধ্যে উওনের মান সর্বনিন্ম ছিল ২০০৯ সালে ২ মার্চ। সেদিন ডলার প্রতি উওনের দাম ছিল ১৫৭৫।