Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় স্ত্রী নির্যাতনের ঘটনায় ৬ হাজার প্রেপ্তার

অনলাইন প্রতিবেদক, ১৬ অক্টোবর ২০১৩:

দক্ষিণ কোরিয়ায় ২০১২ সালে স্ত্রী নির্যাতনের অভিযোগে প্রায় ছয় হাজার গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। রোববার প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। কোরিয়ান ন্যাশনাল এসেম্বলি রিসার্চ সার্ভিস কর্তৃক প্রকাশিত ওই সমীক্ষায় দেখা গেছে, গত বছর মোট ৫,৮৭৬ টি পারিবারিক কলহের রেকর্ড পাওয়া গেছে যাতে স্বামী কর্তৃক স্ত্রীকে প্রহারসহ বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠে এসেছে। খবর ইয়নহাপ নিউজের।

chardike-ad

imagesকোরিয়ায় গত এক দশকে প্রতি বছরই এ ধরনের ঘটনা একটু একটু করে কমে গেলেও গেলো বছরের রেকর্ড উল্টো পথে হাটারই ইঙ্গিত দিচ্ছে। উপাত্ত অনুসারে, ২০০৪ সালে কোরিয়ায় ফাইলবন্দী পারিবারিক কলহের ঘটনা ছিল ১১,৪৮৭ টি। এই সংখ্যা ২০০৯ সালে ৯,১১৭ এবং ২০১১ সালে ৪,৪৮১ ছিল।

২০১২ সালে স্বামী নির্যাতনের দায়ে স্ত্রী গ্রেপ্তারের রেকর্ড পাওয়া গেছে ২৭৮ টি। সব মিলিয়ে গত বছর কোরিয়ায় পারিবারিক বিবাদের ঘটনা ঘটেছে ৮,৭৬২ টি।

এদিকে কোরিয়া সরকার পারিবারিক কলহ দমনে আরও কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে। প্রেসিডেন্ট পার্ক গুণ হে এটিকে যৌন হয়রানি, স্কুলে মারামারি ও খাদ্যে ভেজালের সাথে প্রধান চারটি সামাজিক ব্যাধির একটি হিসেবে গণ্য করেছেন।