Search
Close this search box.
Search
Close this search box.

সঙ্গীর খোঁজে ২৫০ কিলোমিটার পথ অতিক্রম বাঘের!

Tigerসঙ্গীর খোঁজে ২৫০ কিলোমিটার হেঁটে ফেলেছে ভারতের মধ্য প্রদেশের এই বাঘ। বয়স মাত্র ৩ বছর সেই বাঘটির। জানা গেছে, গত এক বছর ধরে সঙ্গী খুঁজছে সে। কিন্তু কিছুতেই মিলছে না তার সঙ্গী।

উজ্জয়নীর বনদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেভাবে সঙ্গীর খোঁজে অধৈর্য হয়ে পড়েছে বাঘটি, তাতে তাদের ঘুম উড়ে গেছে। প্রথম নাগদা পাহার সংলগ্ন জঙ্গলে বাঘটিকে দেখতে পেয়ে ঘুমের ইনজেকশন ছুড়ে তাকে অন্য জঙ্গলে ছেড়ে আসা হয়। তাতে অবশ্য খুব একটা সুবিধা হয়নি। ঘুম কাটতেই ফের হাঁটতে শুরু করে সে। সঙ্গী খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় ইন্দোরের কাছে বদনগর সংলগ্ন বনাঞ্চলে।

chardike-ad

জানা গেছে, জনবসতী সংলগ্ন বনাঞ্চলে বাঘটির গতিবিধি লক্ষ্য করা গেলেও আশ্চর্যের বিষয় কোনও মানুষকে আক্রমণ করেনি সে। নীলগাই আর বন্য শুকর শিকার করেই খিদে মিটিয়েছে।
তবু নিরাপত্তার খাতিরে যেখানে যেখানে বাঘটিকে দেখা গিয়েছে সেখনকার বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিকে সতর্ক করে দিচ্ছেন বনদপ্তরের কর্মকর্তারা। কিন্তু সেই বাঘের জন্য উপযুক্ত সঙ্গী মিলছে কই।