Search
Close this search box.
Search
Close this search box.

১৫ জানুয়ারি শুরু হচ্ছে ত্রি-দেশীয় সিরিজ

bcb-logoএক মাসেরও বেশি সময় ধরে বিপিএল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিপিএল শেষ হতে না হতেই তাদের জন্য নতুন খবর, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হচ্ছে জমজমাট ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১৫ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রতিটি দল গ্রুপ পর্বে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ২৭ জানুয়ারি শেরেবাংলা স্টেডিয়ামেই হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা।

chardike-ad

ত্রিদেশীয় সিরিজের পরই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বি-পাক্ষিক সিরিজ। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট দিয়ে শুরু হবে লঙ্কানদের বিপক্ষে সিরিজের খেলাগুলো।