Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া প্রবাসীর আকষ্মিক মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ সেলিম। এই বছরের ফেব্রুয়ারীতে তিনি ভাগ্য অন্বেষণে দক্ষিণ কোরিয়া আসেন। এই মাসের শুরুতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ১৫ দিনের বেশি হাসপাতালে থেকে তিনি গত ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দুটি সন্তান সহ তার স্ত্রী এখন দিশেহারা।

নিহত সেলিম কোরিয়া আসার আগে বাংলাদেশে সাংবাদিকতা করতেন। তিনি যশোর শহরের বাসিন্দা এবং যশোর প্রেস ক্লাবের সাবেক সদস্য ছিলেন।

chardike-ad

আগামীকাল শুক্রবার সিউল (ইথেউওন) কেন্দ্রীয় মসজিদে জুমা’র পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র সভাপতি হাবিল উদ্দিন সবাইকে সম্ভব হলে সবাইকে জানাজায় শরীক হওয়ার আহবান জানান।  তিনি সেলিমের লাশ দেশে পাঠানোর ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।  উল্লেখ্য, আগামীকাল জানাজার পর সেলিমকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সাহায্য পাঠানোর ব্যাংক একাউন্ট:
Account No: 630-010216-403
KEB Bank( KEB-HANA)
방글라데시 교민회 ( Bangladesh Community in Korea)