Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ২৬ লাখ ডলার সহায়তা দক্ষিণ কোরিয়ার

rohinga

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত অর্থ সহায়তা দিবে দক্ষিণ কোরিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোহিংগাদের জন্য ২৬ লাখ ডলারের (প্রায় সাড়ে ২১ কোটি টাকা) সমপরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। এর আগেও রোহিংগাদের জন্য দক্ষিণ কোরিয়া অর্থ সহায়তা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতি জানায় মায়ানমারের রাখাইন প্রদেশে আগস্ট থেকে শুরু হওয়া এক সশস্ত্র সংঘাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দক্ষিণ কোরিয়া অতিরিক্ত মানবিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

chardike-ad

মায়ানমারের সংঘাতকবলিত অঞ্চলে খাদ্য সহায়তা পাঠানোর কাজে এ অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে চলতি বছরের শুরুর দিকে মিয়ানমার ও সেখানকার রোহিঙ্গা সংখ্যালঘুদের জন্য মানবিক সহায়তা বাবদ ২০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছিল সিউল।