sentbe-top

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮, জেএসসিতে ৮৩.৬৫

jscচলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ও শিক্ষামন্ত্রী নুরূল ইসলাম নাহিদ।

এ বছর প্রাথমিকে পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। ইবতেদায়িতে ৯২ দশমিক ৯৪ শতাংশ। আর জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ।

গত পহেলা নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত জেএসসি ও সমমানের পরীক্ষায় ২৮ হাজার ৬’শ ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮’শ বিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

অন্যদিকে ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

sentbe-top