indian-muslimএতদিন ভারতের নারীরা হজ করতে সৌদি আরব যেতে চাইলে সঙ্গে অন্তত একজন পুরুষ সঙ্গী (মুহরিম) থাকার নিয়ম ছিল। কিন্তু ভারত সরকার এ নিয়ম পাল্টানোর চেষ্টা করছিল বেশ কিছুদিন ধরেই।

এবার সেই ব্যবস্থা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেডিওতে মাসিক ‘মান কি বাত’ অনুষ্ঠানে মোদি এ ঘোষণা দেন। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, চারটি দলে পাঠানো হবে আবেদনকারী নারীদের।

chardike-ad

৪৫ বছরের বেশি বয়সী ভারতীয় নারীরা পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, প্রথমবার যখন শুনলাম পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম নারীরা হজযাত্রায় যেতে পারেন না, ভাবলাম- এটি কী করে হতে পারে? এ বৈষম্য কেন? খতিয়ে দেখলাম- স্বাধীনতার ৭০ বছর পরও আমরাই এ নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছি। অনেক ইসলামিক দেশেও এ নিয়ম নেই।

মোদি বলেন, প্রায় এক হাজার ৩০০ নারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ বিষয়টির ব্যবস্থা করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া