Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় উইন্টার অলিম্পিকে অংশ নিতে পারে উত্তর কোরিয়া

2018-Winter-Olympicsউত্তর কোরীয় নেতা কিম জং-উন প্রথমবারের মতো আভাস দিয়েছেন আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় উইন্টার অলিম্পিকে তার দেশ অংশ নিতে পারে। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা সত্ত্বেও কিম সোমবার এমন আভাস দিলেন।উত্তর কোরীয় নেতা কিম জাতির উদ্দেশ্যে দেয়া নববর্ষের ভাষণে বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি পিয়েওংচ্যাং উইন্টার অলিম্পিকটি সফলভাবেই অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিনিধি পাঠানোসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে আগ্রহী।’

chardike-ad

কিম বলেন, ‘এ জন্য উভয় কোরিয়ার কর্তৃপক্ষ অদূর ভবিষ্যতে বৈঠকে বসবে।’
সিউলের প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস কিমের এই প্রস্তুবে ইতিবাচক সাড়া দিয়েছে। ব্লু হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একে স্বাগত জানাই। এই অলিম্পিক সফলভাবেই আয়োজিত হওয়া উচিত। এটা শুধু কোরীয় উপদ্বীপেই নয়, বরং গোটা এলাকার পাশাপাশি সারা বিশ্বের শান্তিতে ভূমিকা রাখবে।
পিয়েওংচ্যাং অর্গানাইজিং কমিটি ফর দ্য অলিম্পিক গেমস (পিওসিওজি)’র প্রধান লি হি-বেওম বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার অবস্থানকে উষ্ণ স্বাগত জানাচ্ছি।