Search
Close this search box.
Search
Close this search box.

এবার উড়ন্ত বিমানে দুই পাইলটের মারামারি

jet-airways৩২৪জন যাত্রী ও ১৪জন ক্রু নিয়ে উড়তে থাকা বিমানে দুই পাইলটের মারামারির ঘটনা ঘটেছে। বছরের শুরুর দিন লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি বিমানের ককপিটে এরকম ঘটনা ঘটে। এ ঘটনায় প্রত্যাহার করে নেয়া হয়েছে দুই পাইলটকেই।

লন্ডন-মুম্বাই ফ্লাইটটির নয় ঘণ্টার যাত্রা শুরুর পর পাইলট ও তার নারী সহ পাইলট তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পাইলট তার সহকর্মীকে নারী পাইলটকে চড় মারেন। এরপর কাঁদতে কাঁদতে ককপিট থেকে বের হয়ে আসেন নারী পাইলট। পরে যাত্রীদের ঝুঁকি অনুধাবন ও অস্বস্তিতে ভেতরে ফিরে যান তিনি। শেষ পর্যন্ত বিমান সফলভাবে অবতরণ করে।

chardike-ad

ভারতীয় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনে এই বিষয়টি উত্থাপিত হলে সাথে সাথে সহ পাইলট পুরুষকর্মীর লাইসেন্স সাসপেন্ড করা হয়। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ারলাইন্সটির কর্তৃপক্ষ জানান, ‘জেট এয়ারওয়েজের কাছে তার যাত্রী, ক্রু ও সম্পদের নিরাপত্তা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়- কর্মীদের এমন যেকোনো কাজের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলে এয়ারলাইন্সটি’।