Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন

chinaপ্রতিবেশি পাকিস্তানে নৌ ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। বেইজিং এমন এক সময় দেশটিতে নৌ-ঘাঁটি নির্মাণের ঘোষণা দিলো যখন ইসলামাবাদে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের জেরে পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে নৌ ঘাঁটি নির্মাণ করবে চীন। ওই বন্দরে আসা সামরিক জাহাজগুলোকে বিশেষ সেবা দিতে এই নৌ ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

chardike-ad

গোয়াদর বন্দর বেসামরিক স্থাপনা হওয়ায় সেখানে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া যুক্তিসঙ্গত হবে না। এ কারণে সেখানে আলাদা নৌ ঘাঁটি নির্মাণ করবে চীন। চীনা সামরিক বিশ্লেষক ঝৌ চেনমিং বলেছেন, গোয়াদর বর্তমানে পূর্ণাঙ্গ বেসামরিক বন্দরে পরিণত হওয়ায় সেখানে নৌ ঘাঁটি নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ, নতুন বছর ২০১৮ সালের প্রথম দিনেই এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন, ‘গত ১৫ বছরের বেশি সময় ধরে ৩৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাকিস্তানকে নির্বোধের মতো সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তারা আমাদের কিছুই দেয়নি বরং মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। তারা আমাদের বোকা মনে করে।’

‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে তারা, আমরা সামান্য সহায়তা নিয়ে আফগানিস্তানে হন্যে হয়ে খুঁজছি। আর নয়!’ গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা স্থগিত করেছে ওয়াশিংটন।