Search
Close this search box.
Search
Close this search box.

নিউইয়র্কে সন্ত্রাসী হামলা : বাংলাদেশি তরুণ অভিযুক্ত

newyorkযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন পোর্ট অথোরিটি বাস টার্মিনালে ‘সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগে বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে দোষী সাব্যস্ত করেছেন স্থানীয় মার্কিন আদালত।

২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে নিউ ইয়র্কের ম্যানহাটন পোর্ট অথোরিটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটান আকায়েদ। হামলায় আকায়েদসহ চারজন আহত হন। আহতাবস্থাতেই আকায়েদকে আটক করে নিউইয়র্ক পুলিশ।

chardike-ad

হামলার আগে বাংলাদেশি বংশোদ্ভূত আকায়েদ সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ট্রাম্প তুমি তোমার জাতিকে রক্ষা করতে ব্যর্থ। হামলার পরের দিন প্রসিকিউটররা আকায়েদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা প্রদান, জনসমাগমে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার ও বোমা হামলার অভিযোগ আনে।

২৭ বছর বয়সী এ তরুণের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর গ্রামে। তার ডাক নাম সপু। বাবার নাম ছানাউল্ল্যা। আকায়েদের জন্ম ঢাকাতে। সে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতো বলে জানা গেছে।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়। পরে স্থায়ী মার্কিন নাগরিক হিসেবে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে। তারা দুই ভাই এক বোন।

গত বছরের ১০ জুন সন্তানের জনক হন আকায়েদ। সন্তান হওয়ার খবর পেয়ে গত ১৮ সেপ্টেম্বর দেশে এসেছিলেন তিনি। প্রায় এক মাস অবস্থানের পর ২২ অক্টোবর সে ফের যুক্তরাষ্ট্রে ফিরে যান। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে আকায়েদ দেশে এসে বিয়ে করেন।