Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্প

trump-book-fire-and-furyঝগড়া এবং উত্তপ্ত বাক্য বিনিময় দুটোই চলছে উত্তর কোরিয়া আর মার্কিন সাম্রাজ্যের মধ্যে। পারমানবিক বোমা আর দূরপাল্লার হুমকি নিয়ে এক দেশের কর্তাব্যক্তিরা অন্য দেশের উপর বেশ দোষারোপ করে চলেছে।

উত্তর কোরিয়ার লোকেরা দেখতে পারে না মার্কিন সাম্রাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আবার মার্কিন সাম্রাজ্যের লোকেরা পারতপক্ষে কিম জং উনের ছায়াটাকেও। এরপরও উত্তর কোরিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্প! তবে ব্যক্তিগতভাবে নয়, ট্রাম্পের উপর লেখা একটি বইকে নিয়ে এতো আলোচনা-মাতামাতি।

chardike-ad

‘ফায়ার অ্যান্ড ফিউরিঃ ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ নামের বইটির লেখক মিখাইল উলফ। বইটিতে ট্রাম্প ও হোয়াইট হাউজ নিয়ে রম্য করেছেন লেখক। সেখানে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে অন্যান্য কর্মচারিদের মনোভাব, তার চালচলন ইত্যাদি বিষয় বেশ রসিকতার সঙ্গে উপস্থাপনের ফলে সরস হয়ে উঠেছে পুরো বইটি।

তবে এ ব্যাপারে উত্তর কোরিয়া কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা তা জানাতে পারেনি দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিনমুন।