Search
Close this search box.
Search
Close this search box.

আগুনে গোসল!

bath-in-fireশীতকালে একটু উষ্ণতার জন্য আপনি কী কী করেন? গরম কাপড় পরেন, গরম পানিতে গোসল করেন। এগুলো খুব প্রচলিত। কিন্তু উষ্ণ থাকতে কী নিজেকে গরম পানিতে সিদ্ধ করা দেখেছেন কখনো? হ্যাঁ। গরম পানিতে মানুষকে সেদ্ধ করে আরামদায়ক গসলের ব্যাবস্থা রয়েছে ফিলিপাইনে।

দেশটির অ্যান্টিক প্রদেশের তিবিআও অঞ্চলে এই বিচিত্র অভিজ্ঞতা পাবেন আপনি। সেখানে কাওয়া হট বাথ হচ্ছে প্রাচীন গোসল পদ্ধতি। যেখানে মানুষকে জীবন্ত সিদ্ধ করে গোসল করানো হয়।

chardike-ad

fire-bathশুনতে আশ্চর্য লাগলেও এই বিচিত্র অভিজ্ঞতা পেতে ফিলিপাইনের কায়াক ইন- পর্যটন কেন্দ্রে ভিড় করেন বহু পর্যটক। ১৯৯৬ সাল থেকে তিবিআওয়ের এই পর্যটন কেন্দ্রে চালু রয়েছে কাওয়া হট বাথ।

এই গোসলে কাওয়া নামে একটি ঢালাই লোহার পাত্রে ব্যক্তিকে বসানো হয়। এই পাত্রের গুণে তাতে আগুন জ্বালালেও তাড়াতাড়ি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই শীতকালে যাদের গোসলের নামে জ্বর আসে, তারা এমন আগুনে গোসল করার ট্রাই করতেই পারেন!