Search
Close this search box.
Search
Close this search box.

এসকে হাইনিক্সের নিট মুনাফা দ্বিগুণ বেড়েছে


চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) চিপ নির্মাতা এসকে হাইনিক্সের নিট মুনাফা এক বছর আগের একই সময়ের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাপী চিপের বাড়তি চাহিদা এর নিট মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত চতুর্থ প্রান্তিকের আর্থিক খতিয়ানে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এপি।

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ চিপ নির্মাতা এসকে হাইনিক্স জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের নিট মুনাফা ৩ দশমিক ২ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে। অথচ এক বছর আগে একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ ছিল ১ দশমিক ৬ ট্রিলিয়ন ওন।

chardike-ad

গত প্রান্তিকে এসকে হাইনিক্সের বিক্রি ও পরিচালন মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির বিক্রি ৬৯ শতাংশ বেড়ে ৯ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে। এছাড়া পরিচালন মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে (৪২০ কোটি ডলার)।

বিশ্ববাজারে এখন ডাটা সেন্টার ও সার্ভারের জন্য মেমোরি চিপের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার কারণে নিট মুনাফা বেড়েছে এসকে হাইনিক্সের।

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ও এসকে হাইনিক্স বিশ্বের তিন-চতুর্থাংশ ডিআরএএম চিপের সরবরাহকারী। বৈশ্বিক মেমোরি চিপ বাজারে ক্রমান্বয়ে এ দুই প্রতিষ্ঠানের আধিপত্য বাড়ছে। সেমিকন্ডাক্টর খাতে এরই মধ্যে ইন্টেলকে পেছনে ফেলেছে স্যামসাং।