শীতকালীন অলিম্পিকের জন্য সিউল থেকে ফ্রি বাস দেওয়ার ঘোষণা দিয়েছে সিউল সিটি। শীতকালীন অলিম্পিকের জন্য নির্ধারিত দুই শহর পিয়ংছাং এবং খাংনুংয়ে সিউল থেকে বিনামুল্যে যাওয়া যাবে।

chardike-ad

অলিম্পিকের কোন ইভেন্টের জন্য টিকেট কেটে থাকলে তা দিয়ে www.ebusnvan.com সাইটের মাধ্যমে অগ্রীম সিট বুকিং দেওয়া যাবে। আগামী ৯ ফেব্রুয়ায়ী থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিক এবং ৯ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলে প্যারা অলিম্পিক।