Search
Close this search box.
Search
Close this search box.
gold
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

রবিবার মধ্যরাতের দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আসা ভারতীয় নাগরিক সৌমিক দত্তের কাছ থেকে ৫ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি ওয়াটার ডিস্পেন্সারের ভেতর লুকিয়ে স্বর্ণ নিয়ে আসেন।

chardike-ad

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল গ্রিন চ্যানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। সৌমিক দত্ত গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ওয়াটার ডিস্পেন্সারের কম্প্রেসারের ভেতর থেকে ছোট ছোট বল আকৃতির (ডালের মতো দেখতে) প্রায় ৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণের বলগুলো বিশেষ কায়দায় কম্প্রেসারের মধ্যে ঢুকিয়ে ঝালাই করে দেওয়া ছিল। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।’