kashem-saudiসৌদি আরবে আবুল কাশেম নামে এক বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার সকালে জেদ্দা শহরে তার নিজ রুমে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। নিহতের দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। বাবার নাম মৃত আমিন উল্যাহ মাঝি।

জানা গেছে, আবুল কাশেম ৩ মাস আগে সৌদিতে আসেন। এর আগেও তিনি সৌদি ও কাতারে কয়েক বছর ছিলেন। আবুল কাশেমের ভগ্নিপতি আনোয়ার জাহিদ জানান, তিনি সুস্থ ছিলেন, রাতের খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছিলেন। সকালে কাজে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে তার আর সাড়া মেলেনি।

chardike-ad

নিহতের মরদেহ জেদ্দার স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।