Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের কর্মীদের প্রশংসায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন

বাংলাদেশের কর্মীদের প্রশংসা করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছেন কোরিয়াতে কর্মরত বাংলাদেশী কর্মীরা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। আজ প্রেসিডেন্ট মুনের আমন্ত্রণে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম সাক্ষাত করতে গেলে তিনি এই কথা বলেন।

chardike-ad

প্রেসিডেন্ট মুন জে ইন বাংলাদেশের রাষ্ট্রদূতকে দক্ষিণ কোরিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে বিশেষ আগ্রহের কথা জানান। তিনি এক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হিসেবে হিসেবে পাওয়ার আশা প্রকাশ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রেসিডেন্ট মুনকে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উপস্থাপন করেন। তিনি ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার সাথে পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে পাশে থাকবেন বলে জানান।

মত বিনিময়ের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।