Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র ১০০ টাকায় ব্লেজার

blezerরংপুরে মিনি ইজতেমায় ব্লেজার মিলছে মাত্র একশ টাকায়। স্বল্পমূল্যে ব্লেজার বিক্রি হওয়ায় মুসল্লিরা ভিড় জমিয়ে তা কিনছেন। ভিড় সামলাতে দোকানিরা একদাম একশ টাকায় ছাড়ছেন এসব ব্লেজার। তবে তরুণরা ঝুঁকছেন বিভিন্ন রঙ ও সাইজের ব্লেজারের দিকে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে শনিবার।

শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় জায়গা ভাড়া নিয়ে বসেছে বিভিন্ন দোকান। রংপুরে শীত বেশি হওয়ায় ক্রেতাদের টানছে শীতের কাপড়ের দোকানগুলো। ইজতেমায় আসা মুসুল্লিরা কম টাকায় কিনছেন এসব পোশাক। তবে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে একশ টাকার কোট-ব্লেজার।

chardike-ad

ইজতেমায় পীরগঞ্জ উপজেলা থেকে আসা আব্দুল গফুর জানান, কম টাকায় শরীরের সাথে মানিয়ে কোট পেয়ে সুযোগ হাতছাড়া করিনি। বানাতে তো অনেক টাকা লাগে তাই কম টাকায় ভদ্রলোকের কোট কিনলাম।

ঢাকার বিক্রমপুর থেকে আসা দোকানি মাহবুব বলেন, মুসুল্লিরা পড়ছেন আর নিচ্ছেন। দাম নিয়ে কষাকষির সুযোগ নাই। পড়লেই একশ।

ইজতেময়ায় কালো, রয়েল ব্লু, নেভি ব্লু, খাকি, সাদা, ধূসর রঙের পাশাপাশি নানা রঙের ব্লেজার রয়েছে। তবে উচ্চ দামে জায়গা ভাড়া নিয়ে বেচাকেনা নিয়ে হতাশ নতুন কোট-ব্লেজার বিক্রেতারা।

হতাশা প্রকাশ করে ঢাকার মিরপুর থেকে আসা রফিক জানালেন, এই ইজতেমায় নতুন কোট-ব্লেজারের চাহিদা নাই। হাজার টাকায় কোট-ব্লেজার বিক্রি করেও জায়গা ভাড়া উঠা কঠিন।

সূত্র- জাগো নিউজ