cosmetics-ad

ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়া ১০ বোলার

hasan-ali

ওয়ানডে ক্রিকেটে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বোলিং করার সুযোগ পান। ১০ ওভারের একজন বোলার ৬০ রান দিলেও খরুচে বোলিং হিসেবে বিবেচনা করা হয়। তবে অনেক সময় কোন কোন বোলার ৬০ থেকে সর্বোচ্চ ১০০ রান পর্যন্তও ব্যয় করে ফেলেন ওয়ানডে ক্রিকেটে। এমন ঘটনাও কম নয়। ওয়ানডেতে বেশ কয়েকজন বোলার বল হাতে ১০০ কিংবা ততোধিক রান দিয়েছেন, তাদের নিয়েই এই আয়োজন।

১। অস্ট্রেলিয়ার বোলার এমএল লুইস ২০০৬ সালে সাউথ আফ্রিকার সাথে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বল হাতে ১০ ওভারে সর্বোচ্চ ১১৩ রান দিয়েছেন।
২। পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজ ২০১৬ সালে ইংল্যান্ডের সাথে বল হাতে ১০ ওভারে ১১০ রান দিয়েছেন।
৩। ভারতের বোলার ভুবেনশ্বর কুমার ২০১৫ সালে সাউথ আফ্রিকার সাথে ১০ ওভারে ১০৬ রান দিয়েছেন।
৪। শ্রীলংকার বোলার নুয়ান প্রদীপ ২০১৭ সালে ভারতের সাথে বল হাতে ১০ ওভারে ১০৬ রান দিয়েছেন।
৫। জিম্বাবুয়ের বোলার বায়ার্ন ভিট্টোরী ২০১২ সালে নিউজিল্যান্ডের সাথে বল হাতে ৯ ওভারে ১০৫ রান দেন।
৬। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি ২০০৯ সালে ভারতের সাথে ১০ ওভারে ১০৫ রান দিয়েছেন।
৭। উইন্ডিজের বোলার জেসন হোল্ডার ২০১৫ সালে সাউথ আফ্রিকার সাথে বল হাতে ১০ ওভারে ১০৪ রান দিয়েছেন।
৮। ভারতের বোলার বিনয় কুমার ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সাথে বল হাতে ৯ ওভারে ১০২ রান দিয়েছেন।
৯। আফগানিস্তানের বোলার দৌলত যাদরান ২০১৫ সালে অস্ট্রেলিয়ার সাথে বল হাতে ১০ ওভারে ১০১ রান দিয়েছেন।
১০। পাকিস্তানের বোলার হাসান আলী ২০১৭ সালে অস্ট্রেলিয়ার সাথে বল হাতে ১০ ওভারে ১০০ রান দিয়েছেন।

তবে ওভার প্রতি রান দেওয়ার হিসেবে আয়ারল্যান্ডের বোলার কেভিন ও’ব্রায়েন ২০১৫ সালে সাউথ আফ্রিকার সাথে মাত্র ৭ ওভারে ৯৫ রান দেন। যা বলের হিসেবেসবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। বাংলাদেশের বোলার শফিউল ইসলাম ২০১০ সালে ইংল্যান্ডের সাথে ৯ ওভারে ৯৭ রান দেন। বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে এটাই সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

১০০ রান দেওয়ার পথে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন আফগানিস্তানের দৌলত যাদরান ও পাকিস্তানের হাসান আলী। পাকিস্তানের হাসান আলী ও ভুবেনশ্বর কুমার ওয়ানডেতে বল হাতে ১০০ রান দিলেও দুজনেই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতমসেরা বোলার এবং হাসান আলী ওয়ানডেতে এক নাম্বার বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।