Search
Close this search box.
Search
Close this search box.

সম্প্রসারিত হচ্ছে সিউলের শিশুসেবা কার্যক্রম

অনলাইন প্রতিবেদক, ৩০ অক্টোবর ২০১৩:

অভিভাবকদের ইতিবাচক সাড়ার প্রেক্ষিতে সম্প্রতি শুরু হওয়া শিশুসেবা কার্যক্রম সম্প্রসারণের চিন্তা করছে সিউল সিটি গভঃমেন্ট। চলতি বছরের জুলাই মাসে সিউলের খাংবুক, দোংযাক ও খাংদোংয়ের তিনটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ইনফ্যান্ট কেয়ার প্রোগ্রাম’ প্রকল্পটি চালু করা হয় এবং তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সম্প্রসারিত উদ্যোগে অদূর ভবিষ্যতে মধ্যবিত্ত মায়েরাও সেবাটি পেতে যাচ্ছেন।
Free-Shiping

প্রকল্পের আওতায় তুলনামূলকভাবে দরিদ্র পরিবারের প্রসূতি মায়েরা জরুরী অবস্থায় ঘরে বসেই সর্বোচ্চ ২৫ বার প্রশিক্ষিত নার্সদের সেবা পেয়ে থাকেন। সেবা পেতে নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নিম্ন আয়ের পরিবারগুলোর সাথে যোগাযোগ করা হয়।

chardike-ad

সরকারী তথ্যমতে এখন পর্যন্ত ১,৮৬১ টি পরিবার এই কার্যক্রমে নিবন্ধিত হয়েছে। নিম্নবিত্ত ছাড়াও বহুসাংস্কৃতিক পরিবার, কুমারী মা, অনূর্ধ্ব ২৩ বছরের গর্ভবতী তরুণী এবং জন্মদানের পূর্বাপর কোন সমস্যার সম্মুখীন নারীরা সেবাটির জন্য আবেদন করতে পারেন। গর্ভধারণের প্রারম্ভকাল থেকে শুরু করে নবজাতকের বয়স দুই বছর হওয়া পর্যন্ত এই সেবা গ্রহণের সুযোগ থাকে।