আন্তর্জাতিক সীমারেখা বলে দিচ্ছে দুইটি দ্বীপ পড়ে দুই দেশে৷ একদিকে আমেরিকা অন্যদিকে কানাডা৷ দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমানায় এক অভিনব স্থান জ্যাভিকন আইল্যান্ডস৷
সেন্ট লরেন্স নদীর মধ্যে পড়ে জ্যাভিকন আইল্যান্ডস নামে দুইটি দ্বীপ৷ বড়টার মধ্যে একটি বাড়ি আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে৷ আর ছোট দ্বীপুটি নিঝুম৷ সেখানে কেউ থাকে না৷ এই দ্বীপ পড়ছে কানাডায়৷ দুইটি দ্বীপের মধ্যে যাতায়াত করার জন্য ৩২ ফুটের একটি সেতু আছে৷ অনেকে তথ্য ঘেঁটে মিলেছে, বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হল এটি৷
গাছে ঘেরা সুন্দর দুইটি দ্বীপ৷ তার মধ্যে এমনও চমক আছে! অথচ এই দুই দ্বীপ নিয়ে বিস্তর আলোচনা হয়৷ উনিশ শতক থেকে বারে বারে উঠে এসেছে জ্যাভিকন দ্বীপের কথা৷ পুরনো ছবিতে দেখা গিয়েছে, দুই দ্বীপের মধ্যে উড়তে থাকা আমেরিকা ও কানাডার পতাকা৷
শান্ত নির্বিঘ্ন এই দ্বীপ দুইটি এখনো কৌতূহলের কেন্দ্রে৷ দুই প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক উত্তাপ কোনোকিছুই প্রভাব ফেলেন না এখানে৷